Country

4 months ago

House collapsed in Delhi:দিল্লিতে ভেঙে পড়লো বাড়ির একাংশ, চলছে উদ্ধারকাজ

House collapsed in Delhi
House collapsed in Delhi

 

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : অতি বৃষ্টিতে দিল্লির নবী করিম এলাকায় একটি বাড়ির একাংশ বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে পড়ে। বাড়ি ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। জানা গেছে, তিনজন আটকে পড়েন। বৃহস্পতিবার রাত থেকে দমকল বিভাগের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে। আটকে পড়া তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তিকে উদ্ধারের জন্য এখনও অভিযান চলছে বলে জানিয়েছে দমকল। অতি বৃষ্টিতে দিল্লির পাহাড়গঞ্জ সদর বাজার রোডের নবী করিম এলাকায় একটি বাড়ির একাংশ বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে পড়ে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।


বাড়ি ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। বৃহস্পতিবার রাত থেকে দমকল বিভাগের তত্ত্বাবধানে উদ্ধারকার্য চলছে। আটকে পড়া তিনজনের মধ্যে দুজনকে আগেই উদ্ধার করা হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে আরেকজনের মৃত্যু হয় বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।


You might also like!