চেন্নাই, ৪ সেপ্টেম্বর : তামিলনাড়ুর কোভালামের কাছে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট কোস্ট রোডে। খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি, বুধবার ভোররাতে সেই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। চেন্নাই ইস্ট কোস্ট রোডে সীম্মানচেরি কুপ্পাম বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মৃতরা হলেন, সুলতান (২৩), আশরাফ মহম্মদ (২২), অখিল মহম্মদ (২১) ও মহম্মদ আশিক। সবার বাড়ি কোয়েম্বাটুরে, তাঁরা চেন্নাইয়ে বেড়াতে এসেছিলেন।