Breaking News

 

Country

1 year ago

Bihar : বৈশালীতে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক; প্রাণ হারালেন ১২ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের

12 people died in vaishali accident
12 people died in vaishali accident

 

হাজিপুর, ২১ নভেম্বর : বিহারের বৈশালী জেলায় সড়কের ধারে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল একটি ট্রাক। বেপরোয়া গতিতে ছুটে আসা ওই ট্রাকের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে ৭টি শিশু বলে জানা গিয়েছে। এছাড়া অনেকে আহত হয়েছেন। রবিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায়, মেহনারে। সরকারি সূত্রে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৮। বৈশালীর জেলাশাসক যশ পাল মালিক জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। ৪ জন চিকিৎসাধীন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

"ভুমিয়া বাবা"-র কাছে প্রার্থনা করার জন্য স্থানীয় মানুষজন একটি "পিপল" গাছের সামনে জড়ো হয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রাক, সেই ট্রাকের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কেবিনেই আটকে পড়েন ট্রাক চালক, পরে তাকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

ভয়াবহ এই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শোক ব্যক্ত করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।


You might also like!