Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Cooking

3 months ago

Durga Puja special:চটজলদি রাঁধুন মাছের কচুরি, পুজোর প্রাতঃরাশে থাকুক অনন্য স্বাদ

Quickly cook fish kachori
Quickly cook fish kachori

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :পুজোর চারদিন মানেই বিশেষ ভোজন আর আড্ডার আসর। এই সময় পরিবার, আত্মীয় কিংবা বন্ধুবান্ধব একসঙ্গে মিলিত হলে বাড়ির রান্নার স্বাদই হয়ে ওঠে আলাদা আনন্দের। অতিথি আপ্যায়নে নতুনত্ব আনতে চাইলে প্রাতঃরাশে পরিবেশন করতে পারেন ‘মাছের কচুরি’। হালকা অথচ সুস্বাদু এই জলখাবার মুহূর্তেই জমিয়ে তুলবে সকাল। তাই দেরি না করে জেনে নিন কম সময়ে তৈরি করে ফেলার সহজ রেসিপি।

মাছের কচুরির জন্য উপকরণ
ময়দা- ২ কাপ
ঘি- ২ টেবিল চামচ
নুনৃ স্বাদ অনুযায়ী
গরম জল- ময়দা মাখার জন্য
তেল- ২ কাপ
পুরের জন্য

ভেটকি মাছ- ৩০০ গ্রাম
পিঁয়াজ- ১টি
রসুন- ২-৩ কোয়া
আদা-ছোট এক টুকরো
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
পাঁচ ফোড়ন – ১ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা- ১ চা চামচ
কাঁচা লঙ্কা- ৩-৪টি
সরষের তেল- ২ টেবিল চামচ
পাতি লেবু- ১টি
ধনে পাতা- আধ কাপ
নুন, চিনি – স্বাদ অনুযায়ী
প্রণালী

ময়দা ভালো করে চেলে নিয়ে অল্প একটু নুন, ঘি মিশিয়ে নিন। ঝুরঝরে হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ময়াম দিয়ে রেখে দিন। এবার মাছের ফিলেগুলো ছোট-ছোট টুকরো করে রেখে দিন। কাঁটা থাকলে ছাড়িয়ে নিন। মাছ কাটা-বাছা হয়ে গেলে কড়াইয়ে সরষের তেল গরম করুন। পুর তৈরির পালা। তেল গরম হলে তাতে পিঁয়াজ, রসুন এবং আদাবাটা দিয়ে কিছুক্ষণ কষান। এর মধ্যেই দিন সামান্য হলুদ, লঙ্কা, জিরেগুঁড়ো। মশলা কষে এলে মাছের টুকরোগিলে দিয়ে ভালো করে কষতে থাকুন। ভাজা হয়ে ঝুরঝুরে হয়ে এলে তাতে লঙ্কা কুচনো, নুন, অল্প চিনি দিয়ে ভালো করে নাড়ুন। এবার গ্যাস বন্ধ করে উপর দিয়ে লেবুর রস এবং ধনে পাতা ছড়িয়ে ঢেকে রেখে দিন। এতে রান্নার এসেন্সটা বজায় থাকবে

You might also like!