West Bengal

19 hours ago

Murshidabad violence: পরিস্থিতির উন্নতি হয়েছে, দাবি ধুলিয়ানের বাসিন্দাদেরই

Murshidabad violence
Murshidabad violence

 

মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তেতে ওঠা মুর্শিদাবাদের পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান অথবা সুতি থানা এলাকায়। তবে ওই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। স্থানীয় বাসিন্দারাই বলছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থেকেই পরিস্থিতি উন্নতি হয়েছে। গত ১১ এপ্রিল হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ধুলিয়ানে। সেখান থেকে অনেক হিন্দুরা ভয়ে, জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন। মঙ্গলবার সকালে হাবিব-উর-রহমান নামে সামশেরগঞ্জের স্থানীয় এক বাসিন্দা বলেছেন, "পরিস্থিতি এখন স্বাভাবিক। প্রশাসন আমাদের দোকান খুলতে এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে বলছে। বিএসএফ ও সিআরপিএফ মোতায়েনের পর পরিস্থিতি বদলে গিয়েছে।"

You might also like!