International

2 hours ago

Rajnath Singh: পিওকে নিজেই বলবে, আমি ভারতের; সেই দিনও আসবে, রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

মরক্কো, ২২ সেপ্টেম্বর : পিওকে নিজেই বলবে, আমি ভারতের; সেই দিনও আসবে। মরক্কোয় এই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার মরক্কোর রাবাতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, "পাক অধিকৃত কাশ্মীর আমাদের নিজস্ব হবে। পাক অধিকৃত কাশ্মীর থেকে দাবি উঠতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনতে পেয়েছেন। ৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় এক অনুষ্ঠানে আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলাম, তখন আমি বলেছিলাম আমাদের পাক অধিকৃত কাশ্মীর আক্রমণ করে দখল করার দরকার নেই, এটা আমাদেরই; পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, 'ম্যায় ভি ভারত হুঁ'। সেই দিন আসবে।"

মরক্কোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "সন্ত্রাসীরা আমাদের নাগরিকদের তাঁদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে। আমরা কাউকে ধর্ম দেখে নয়, কর্ম দেখে মেরেছি।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আমরা নারী শক্তি বন্দন অধিনিয়ম চালু করেছি। আপনি যদি মরক্কো থেকে ভারতে ফিরে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আপনি লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় ৩৩% সংরক্ষণের অধিকারী। সংসদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।"

You might also like!