নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : দেশজুড়ে চালু হয়েছে ‘নতুন প্রজন্মের’ জিএসটি হার। এই সময়ে স্বদেশী পণ্য ক্রয়ের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নবরাত্রির পবিত্র দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, স্বদেশীর মন্ত্র নতুন শক্তি পাবে। প্রধানমন্ত্রী এদিন সকালে সামাজিক মাধ্যমে লিখেছেন, "এবার নবরাত্রির এই পর্বটি খুবই বিশেষ। জিএসটি সাশ্রয় উদযাপনের পাশাপাশি, স্বদেশীর মন্ত্র এই সময়ে এক নতুন শক্তি অর্জন করবে। আসুন আমরা একটি বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্প অর্জনে ঐক্যবদ্ধ হই।"
উল্লেখ্য, এর আগে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, “ভারত যখন উন্নয়নের শিখরে ছিল, তখন দেশের অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্প। ভারতে তৈরি পণ্যের মান অত্যন্ত ভাল হত। সেই গৌরবময় অধ্যায়কে পুনরুদ্ধার করতে হবে।” প্রধানমন্ত্রী বলেন, "দেশীয় পণ্যের মান এমন হবে, যা গোটা বিশ্বে ভারতের গৌরব বৃদ্ধি করবে। সেই লক্ষ্যকেই দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
इस बार नवरात्रि का यह शुभ अवसर बहुत विशेष है। GST बचत उत्सव के साथ-साथ स्वदेशी के मंत्र को इस दौरान एक नई ऊर्जा मिलने वाली है। आइए, विकसित और आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि के लिए सामूहिक प्रयासों में जुट जाएं।
— Narendra Modi (@narendramodi) September 22, 2025