West Bengal

1 year ago

Diamond Harbor Super Specialty Hospital: ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, ব্যহত পরিষেবা

Diamond Harbor Super Specialty
Diamond Harbor Super Specialty

 

ডায়মন্ড হারবার, ১ ফেব্রুয়ারি : বকেয়া পিএফ-সহ একাধিক দাবিতে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বুধবার সকাল থেকেই কর্মবিরতিতে সামিল হয়েছেন হাসপাতালের প্রায় শতাধিক অস্থায়ী কর্মী। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে তারা ডায়মন্ড হারবার হাসপাতালে অস্থায়ী কর্মী পদে ২০১৭ সাল থেকে কাজ করছেন, কোভিড পরিস্থিতি থেকে শুরু এখনও হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন তাঁরা। কিন্তু তারপরেও ন্যায্য দাবি থেকে দিনের পর দিন বঞ্চিত হয়েছেন সকলে, দীর্ঘদিন ধরে তাঁদের পিএফ বকেয়া রয়েছে। নিজেদের একাধিক দাবি কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেদের দাবি নিয়ে বুধবার কর্মবিরতিতে বসেন সকলে।

অস্থায়ী কর্মীদের অভিযোগ, ডায়মন্ড হারবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কোনও দায়ভার নিতে চাইছে না। অন্যদিকে, নতুন কোম্পানির মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে বেতন আগের থেকে কমিয়ে দেওয়া হবে। আর এই সব কারণে বুধবার সকাল থেকেই কর্মবিরতির পথে প্রায় শতাধিক অস্থায়ী কর্মী। কর্মবিরতির জেরে সকাল থেকেই ডায়মন্ড হারবার হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের লোকজন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। একদিকে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, অন্যদিকে হাসপাতালের কর্তৃপক্ষের উদাসীনতা, দুইয়ের যাঁতাকলে পড়ে অসুবিধার সম্মুখীন হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজন।


You might also like!