অশোকনগর, ১৫ নভেম্বর : লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার অশোকনগর রেল স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা। আর এই রেল অবরোধের জেরে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে অসুবিধার মধ্যে পড়েছেন অসংখ্য যাত্রী।
অবরোধকারী যাত্রীদের অভিযোগ, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল ট্রেন অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেন। এ ভাবে মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশন দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন। ফলে সমস্যার মধ্যে পড়েন বহু যাত্রীরা।