West Bengal

2 years ago

Land Grabbing Alligation : নানুরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে পার্টি অফিসে ডেকে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ

Protests against TMC Leader at Birbhum
Protests against TMC Leader at Birbhum

 

সিউড়ি, ২৬ মার্চ  : অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খান জেলা পরিষদের পূর্ত-পরিবহণ কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ডেকে জোর করে বিঘার পর বিঘা জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ বীরভূমে । অভিযোগ, বীরভূমের নানুরে ৪৫ বিঘা জমি জোর করিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জমির মালিকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সদস্য।

বীরভূমের নানুরের স্থানীয় বাসিন্দারা কেরিম খান জেলা পরিষদের পূর্ত-পরিবহণ কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, নানুরে বাসাপাড়ায় কিষান মান্ডির কাছে মিলন মেলার নামে প্রায় ৪৫ বিঘা জমি ২০-২৫ জন জমি মালিকের থেকে দখল করা হয়েছে। তাঁদের দাবি, দলীয় কার্যালয়ে ডেকে ঠকিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে।

এদিন তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, মিলন মেলা মাঠের নাম করে দলের ক্ষমতা অপব্যবহার করে একের পর এক জমি হাতিয়েছেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন আবদুল কেরিম খান। প্রসঙ্গত, গরু পাচার মামলায় কেরিম খানের নানুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি।


You might also like!