West Bengal

1 year ago

Ram Mandir:নির্মাণাধীন রাম মন্দিরের ছবি ও ভিডিও প্রকাশ ট্রাস্টের

Ram Mandir
Ram Mandir

 

অযোধ্যা, ৮ ডিসেম্বর  : শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শুক্রবার নির্মাণাধীন রাম মন্দিরের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছে। ট্রাস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রামমন্দিরের ভিডিও ও ছবি পোস্ট করেছে।

পোস্টে দেখা যাচ্ছে যে রাম মন্দিরের ভিতরে কারিগররা মন্দির তৈরিতে ব্যস্ত। এছাড়া মন্দিরের বাইরের চারটি ছবিও এক্স-এ আপলোড করা হয়েছে। তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে মন্দিরের গর্ভগৃহ তৈরি হয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে। যদিও মন্দিরের দ্বিতীয় তলায় এখনও কাজ চলছে। ২০২৪ সালের ২২ জানুয়ারি মন্দিরে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেদিন উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু সংখ্যক সাধু-ঋষি।

You might also like!