West Bengal

1 day ago

Mamata Banerjee: মঙ্গলবারই আবাস যোজনায় ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা, আশ্বাস মমতার

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

জলপাইগুড়ি, ২০ মে : পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বাংলা আবাস যোজনায় রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। এদিন শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এর আগে গত ডিসেম্বরে এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল নবান্ন। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।" মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই আবাস প্রকল্পে রাজ্যের প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি করেছে রাজ্য। এ'দফায় ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার কাজ শেষ করল রাজ্য। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে।

বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যর পরিমাণ ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। কেন্দ্রের তরফ থেকে ৬৯টি টিম পাঠিয়ে বারে বারে সমীক্ষা করা হলেও বাংলার প্রাপ্য টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ।মমতা এও বলেন,"আমরা ভিক্ষে চাই না, ন্যায্য অধিকার চাই। তবে ওরা না দিলেও আমরা বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না। তাই শত আর্থিক বাধার মধ্যেও মানুষের পাকা ছাদ তৈরি করার টাকা দেওয়া হল। মনে রাখবেন, আমরা কথা দিলে সেটা রাখতে জানি।"


You might also like!