কুলতলি, ২৬ মার্চ : রমজান মাসের নমাজের পর মসজিদে একসাথে মিলে ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন প্রায় শতাধিক। এঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের কুলতলী জামতলা হাসপাতাল, জয়নগরের একধিক নার্সিং হোম, বারুইপুর মহকুমা হাসপাতাল সহ কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত পাখিরালয় গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রমজান মাসের প্রথমদিন এলাকার বহু মানুষ রোজা রেখেছিলেন। সেই রোজা শেষে স্থানীয় মসজিদে ইফতার পার্টি ছিল। সেখানেই ইফতার খেয়ে গুরুতর অসুস্থ হতে শুরু করেন সকলে। শনিবার সন্ধ্যা থেকে অসুস্থতার পরিমাণ বাড়তে থাকে। শুক্রবার সন্ধ্যায় যারা যারা ঐ মসজিদের ইফতার খেয়েছিলেন তাঁরাই অসুস্থ হতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে কুলতলি ব্লক প্রশাসনের আধিকারিকরাও যথেষ্ট উদ্বিগ্ন। তাঁরাও অসুস্থদের চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছেন। খাদ্যে বিষক্রিয়া হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলেই অনুমান চিকিৎসকদের।