বেঙ্গালুরু, ৫ মে : সুস্থায়ী উন্নয়ন দেশের পথপ্রদর্শক নীতি হওয়া উচিত। জোর দিয়ে বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার কর্ণাটকের উত্তর কন্নড় জেলার সিরসির বনবিদ্যা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে তিনি উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সামঞ্জস্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। উপরাষ্ট্রপতি অর্থনীতি এবং বাস্তুতন্ত্রের মধ্যে সহাবস্থানীয় সংযোগের উপর জোর দেন, ক্ষেত্র-ভিত্তিক শিক্ষার আহ্বান জানান এবং বনকে পৃথিবীর ফুসফুস বলে অভিহিত করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জলবায়ু অবহেলার বিরুদ্ধে সতর্ক করেন এবং পশ্চিমঘাটের অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি এদিন তাঁর স্ত্রী সুদেশ ধনখড় এবং রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে "একটি গাছ মায়ের নামে" অভিযানের অংশ হিসাবে গাছ রোপণ করেন।