Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Country

7 months ago

OPERATION SINDOOR: তিন বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত, দাবি পাকিস্তানের

India attacks three Pakistani air force bases
India attacks three Pakistani air force bases

 

নয়াদিল্লি,:পাকিস্তানের তিনটি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। এমনই দাবি পাক-সেনার। শনিবার ভোর চারটে নাগাদ পাক-সেনার মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, রাওয়ালপিন্ডির নুর খান, চাকওয়ালের মুরিদ এবং রাফিকি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত । তবে ভারতের হামলায় পাকিস্তানের বায়সেনা ঘাঁটির কোনও ক্ষতি হয়নি বলে তাঁর দাবি । তিনি জানান, ভারতের তরফে এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ।

এদিকে, পাক হানায় প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপার ৷ আহত হয়েছেন তাঁর দুই সহকর্মীও। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এই ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, এদিন ভোরে তাঁর বাডিতে পাকিস্তানের দিক থেকে আসা গোলা গিয়ে পড়ে । তাতেই তিনি গুরুতর আহত হন। পাশাপাশি তাঁর দুই সহকর্মীও আহত হন । তাঁদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এই সরকারি আধিকারিকের প্রাণ যায়। বাকিদের চিকিৎসা চলছে ।

You might also like!