West Bengal

1 year ago

Health department job: স্বাস্থ্য দফতরের ৬০০০ নিয়োগ! পরিষেবায় ‘বড়’ বদল

Health Department 6000 appointments! 'Major' changes to services
Health Department 6000 appointments! 'Major' changes to services

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর বর্তমান সরকার । সেই মাফিক প্রযুক্তিগত উন্নয়ন চলছে চিকিৎসা ক্ষেত্রে। এবার নিয়োগেও বিশেষ নজর রাজ্য। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে রাজ্য প্রায় সাড়ে ছয় হাজার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী নিয়োগ করেছে । তথ্য অনুযায়ী, গত আট মাসে ওয়েস্ট বেঙ্গল হেল‌‌থ রিক্রুটমেন্ট বোর্ড ৬৩৫৬ জনের নিয়োগ প্যানেল প্রকাশ্যে এনেছে।

৬৩৫৬ জনের মধ্যে সবথেকে বেশি নিয়োগ হয়েছে নার্স। তাঁদের সংখ্যা ৪৮৬৩ জন। এর পরই আছেন চিকিৎসকরা। আট মাসে রাজ্যে প্রায় এক হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে জিডিএমও, সহকারী অধ্যাপক এবং মেডিক্যাল অফিসাররাও রয়েছেন। অন্যদিকে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে সাড়ে পাঁচশোর কর্মী নিয়োগ করা হয়েছে। 

You might also like!