West Bengal

2 days ago

Pregnant Women Fell Sick: বর্ধমান মেডিক্যাল কলেজে অসুস্থ পাঁচ প্রসূতি, উদ্বিগ্ন পরিজনরা

Pregnant Women Fell Sick
Pregnant Women Fell Sick

 

বর্ধমান, ৪ মার্চ : বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ প্রসূতি মহিলা। সোমবার রাতে পাঁচ প্রসূতি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের পরিবারের সদস্যরা। সন্তানের জন্ম দেওয়ার পর সকলেই ভাল ছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় একসঙ্গে তিনটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই দ্রুত অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অনেকের জ্বর আসে।

মনে করা হচ্ছে, ইঞ্জেকশন থেকেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যদিও, এখনও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

You might also like!