Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

West Bengal

4 months ago

Pregnant Women Fell Sick: বর্ধমান মেডিক্যাল কলেজে অসুস্থ পাঁচ প্রসূতি, উদ্বিগ্ন পরিজনরা

Pregnant Women Fell Sick
Pregnant Women Fell Sick

 

বর্ধমান, ৪ মার্চ : বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ প্রসূতি মহিলা। সোমবার রাতে পাঁচ প্রসূতি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের পরিবারের সদস্যরা। সন্তানের জন্ম দেওয়ার পর সকলেই ভাল ছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় একসঙ্গে তিনটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই দ্রুত অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অনেকের জ্বর আসে।

মনে করা হচ্ছে, ইঞ্জেকশন থেকেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। যদিও, এখনও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

You might also like!