West Bengal

5 months ago

Baruipur:ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ! বারুইপুরে শ্লীলতাহানির দায়ে ধৃত শিক্ষক

Excellent behavior with the student! Teacher arrested for molestation in Baruipur
Excellent behavior with the student! Teacher arrested for molestation in Baruipur

 

বারুইপুর, ১২ আগস্ট : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এ বিষয়ে রবিবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। বারুইপুর মাষ্টার পাড়ার ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুভাশিস ব্যানার্জি নামের ওই শিক্ষকের কাছে টিউশন পড়তে যেত দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, শনিবার সেখানে পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করে। এরপর বাড়ি ফিরে এসে ওই ছাত্রী সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা এ বিষয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে। বারুইপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন অভিযুক্ত শুভাশিস। সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগে। বর্তমানে ওই ছাত্রীর পরিবার চাইছেন অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি হোক।

আর জি কর হাসপাতালের ঘটনার পর রাজ্য জুড়ে যখন মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন বারুইপুরের এই ঘটনা আরও একবার কিশোরী ও মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল। শিক্ষকের কাছেও যদি ছাত্র-ছাত্রীরা সুরক্ষিত না হন তাহলে সুরক্ষা কোথায়?

You might also like!