West Bengal

1 year ago

Chhattisgarh:ছত্তিশগড়ের সুকমায় বিস্ফোরণে আহত এক সিআরপিএফ জওয়ান

A CRPF jawan injured in the blast in Chhattisgarh's Sukma
A CRPF jawan injured in the blast in Chhattisgarh's Sukma

 

সুকমা, ২০ সেপ্টেম্বর  : ছত্তিশগড়ের সুকমায় আইইডি বিস্ফোরণে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। বুধবার সকালে ছত্তিশগড়ের সুকমার কামারগুদা-জাগারগুন্ডা সড়কে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এরফলে একজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হন বলে পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে।

ইন্সপেক্টর জেনারেল বস্তার পি সুন্দররাজ জানিয়েছেন, আহত নিরাপত্তা কর্মী ২৩১ ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একজন সহকারী সাব-ইন্সপেক্টর পদের দায়িত্বে রয়েছেন। সুন্দররাজ আরও জানান, সাব ইন্সপেক্টরের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত বড় ধরনের আঘাতের খবর পাওয়া যায়নি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এর আগে ৫ সেপ্টেম্বর ছত্তিশগড়ের সুকমা জেলায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুই নকশাল নিহত হয়েছিল।


You might also like!