মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির মধ্যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাবা ও ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামের বাবা ছেলে খুনের ঘটনায় কালু নাদাব, দিলদার নাদাব নামের স্থানীয় দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে সামশেরগঞ্জ থানা। পাশাপাশি খুনের ঘটনায় আরও কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে সামশেরগঞ্জের ঘটনা নিয়ে ভুয়ো পোস্ট করায় ব্লক করা হয়েছে ১০৯৩টি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল। হিংসার ঘটনায় সামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকার ২২৩ জনকে গ্রেফতার করা হয়েছে এপর্যন্ত।