Video

1 week ago

Namami Gange Project | গঙ্গা দূষণ রুখতে হাওড়ার মল্লিকঘাটে রোবোটের সাহায্যে সাফাই অভিযান শুরু

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা দূষণ রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। চালু করেছেন নমামী গঙ্গে প্রকল্প। এরই অঙ্গ হিসেবে হাওড়ার মল্লিকঘাটে রোবোটের সাহায্যে সাফাই অভিযান শুরু হয়েছে। সেন্টার ফর গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির উদ্যোগে অত্যাধুনিক রোবোট ব্যবহার করে এই কাজ চালানো হচ্ছে। গঙ্গা দূষণ রুখতে এধরণের উদ্যোগ এই প্রথম বলে জানিয়েছেন সি এক্সপ্লোরার্স অ্যাসোশিয়েশনের সুদেষ্ণা চট্টোপাধ্যায়।

You might also like!