রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে। শহর পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে শোভাযাত্রা। রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। এবছর লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে বলে আশাবাদি উদ্যোক্তারা। মালদার ইংলিশ বাজারের পর মালদার সামসিতে রামনবমী উপলক্ষে বড় জমায়েত অনুষ্ঠিত হবে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।