দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরায় আইনের শাসন আছে বলেই বিভিন্ন ধরণের অপরাধ হ্রাস পেয়েছে। বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। গোমতী জেলার উদয়পুর জগন্নাথ দীঘির পূর্ব পাড়ে গোমতী জেলা পুলিশ সুপারের নতুন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের সুরক্ষা প্রদানেও সরকার বদ্ধপরিকর। যার জন্য রাজ্যে ৮টি জেলায় ৯টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। যেখানে মহিলা সংক্রান্ত যেকোনো অপরাধের ব্যাপারে মহিলারা অভিযোগ জানাতে পারছেন। সহযোগিতাও পাচ্ছেন। রাজ্যে শাস্তির পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় সরকারও সচেতন। সম্প্রতি রাজ্যের দুটি উগ্রবাদী সংগঠনের সাথে দিল্লিতে শান্তি চুক্তিও হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমেগোমতী জেলার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তিনি বলেন, কার্যালয়ের পরিকাঠামো ঠিকঠাক থাকলে কাজের গতিও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, ডিজিপি (ইন্টিলিজেন্স) অনুরাগ, ডিআইজিপি (আইন শৃঙ্খলা) ইপার মঞ্চক ডিন্যানোবা, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ প্রমুখ।