দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ বছরও রাজ্যে হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি পালন করা হবে। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে এব ছর রাজ্যে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর-ঘর তিরঙ্গা অভিযানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যা লি, তিরঙ্গা রানস অ্যান্ড ম্যারাথনস, তিরঙ্গা কনসার্টস, তিরঙ্গা ক্যানভাস, তিরঙ্গা প্লেজ, তিরঙ্গা ট্রিবিউট, তিরঙ্গা মেলা ও তিরঙ্গা সেলফি।
আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. প্রদীপকুমার চক্রবর্তী এ খবর জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব আরও জানান, হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে গণ-মাধ্যমে মুখ্যমন্ত্রীর আবেদন, জেলা প্রশাসন এবং নগরশাসিত সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্স, ব্যানার ইত্যাদি দিয়ে অভিযান সম্পর্কে প্রচার করা, পরিবহণ দফতরের মাধ্যমে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো ইত্যাদি।
তিনি জানান, টিটিএএডিসি-প্রশাসনের উদ্যোগেও হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির আয়োজন করা হবে। জানান, এই অভিযান কর্মসূচিকে সর্বাত্মক সফল রূপ দেওয়ার লক্ষ্যে সমস্ত স্তরের সরকারি আধিকারিক ও কর্মচারী সহ ক্লাব, এনজিও, সমাজসেবী এবং নাগরিক সমাজকেও যুক্ত করা হবে। গত বছরের মতো এ বছরও ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রয়ের ব্যবস্থা করা হবে। ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেড, ত্রিপুরা শহুরি জীবিকা মিশন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে প্রয়োজনীয় জাতীয় পতাকার ব্যবস্থা করা হবে।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব আরও জানান, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনের জন্য দেশের জনগণকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে দেশব্যাপী হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি শুরু হয়। ২০২২ এবং ২০২৩ সালের পর এ বছর তৃতীয়বারের জন্য হর-ঘর তিরঙ্গা অভিযান পালন করা হচ্ছে। আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের নাগরিকদের নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য উৎসাহিত করা হবে।