Tripura

1 year ago

Tripura:গোমতি জেলা ভিত্তিক 'মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর' অভিযানের সূচনা

Launch of Gomti district based 'Chief Minister Healthy Childhood Healthy Youth' campaign
Launch of Gomti district based 'Chief Minister Healthy Childhood Healthy Youth' campaign

 

উদয়পুর (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর  : সারা রাজ্যের সঙ্গে গোমতি জেলায়ও মুখ্যমন্ত্রী ‘সুস্থ শৈশব সুস্থ কৈশোর’ অভিযান ৫.০ উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়য়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শুভসূচনা করেন রাজ্য বিধানসভার সদস্য অভিষেক দেবরায়।

এই অভিযানে মোট ১৩টি বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিগুলো যথাক্রমে কৃমিনাশক দিবস, আইরন ট্যাবলেট / সিরাপ, ভিটামিন এ, পোষণ অভিযান, টিটেনাস টীকা, হামরুবেলা ও পোলিও পর্যবেক্ষণ, আশা কর্মী কর্তৃক নবজাতক ও ছোট শিশুদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পর্যবেক্ষণ, নিউমোনিয়া রোগ লক্ষণ পর্যবেক্ষণ ও সচেতনতা, ডায়ারিয়া কন্ট্রোল এবং ২০ বছরের নীচে বিয়ে ও মা হওয়া প্রতিরোধ করা।

আজ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। অভিযানে রাজ্য সরকারের মূল লক্ষ্য, মা ও শিশু এবং কিশোর-কিশোরীদের সুস্থ রাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক, শিক্ষা দফতর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষাদফতরের আধিকারিকরা।

You might also like!