আগরতলা : ত্রিপুরায় কাজ করার অভিজ্ঞতাকে তেলেঙ্গানা রাজ্যের উন্নয়নে কাজে লাগাব। পাশাপাশি তেলেঙ্গানায় কাজ করার অভিজ্ঞতাও ত্রিপুরার উন্নয়নে মতবিনিময় করব। মান্দাইয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা বলেন তেলেঙ্গানার রাজ্যপাল ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
জিষ্ণু দেববর্মা আরও বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিজের রাজ্যে নাগরিক সংবর্ধনা পেয়ে আমি গর্বিত। রাজ্য থেকে প্রথমবারের মতো রাজ্যপাল পদে নিযুক্ত করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে ত্রিপুরার পরিচয়ের নতুন পথ খুলে গেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সময়কালে রাজ্য থেকে বেশ কয়েকজন পদ্মশ্রী পেয়েছেন, যা ত্রিপুরাকে গৌরবান্বিত করেছে।
তেলেঙ্গানার রাজ্যপাল দেববর্মা আরও বলেন, ত্রিপুরা সরকার সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে রাজ্যের জনজাতিদের উন্নয়নেও রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরায় এখন উন্নয়নের আন্দোলন চলছে। উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে শান্তি-সম্প্রীতি বজায় রাখার ওপরও তেলেঙ্গানার রাজ্যপাল দেববর্মা গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার হাতে শুভেচ্ছা-স্মারক ও মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছেন।