আগরতলা : মোটর শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবিতে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে আগরতলা শহরে। মিছিল শেষে পরিবহণ কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
পরিবহণ শ্রমিকরা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমবেত হন। সেখান থেকে মিছিল করে শ্রমিকরা পরিবহণ দফতরের উদ্দেশ্যে রওয়ানা হন। পরিবহণ দফতরের সামনে গিয়ে শেষ হয় মিছিল। সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহণ দফতরে গিয়ে কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসিম দত্ত।
অসিম দত্ত জানান, মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি সংগঠনের দাবিগুলি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, পরিবহণ শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা, প্রাইভেট মোটর শ্রমিকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড চালু করা, ইলেকট্ৰিক অটোরিকশার জন্য রোড পারমিট চালু করা ইত্যাদি।