Tripura

1 year ago

Tripura :আগরতলার মহারাজগঞ্জ বাজারে সরকারি উদ্যোগে উদ্বোধিত সুলভমূল্যের পেঁয়াজ বিক্রয় কাউন্টার

Cheap price onion sale counter opened by government initiative in Maharajganj market of Agartala
Cheap price onion sale counter opened by government initiative in Maharajganj market of Agartala

 

আগরতলা, ২৬ আগস্ট  : রাজ্যের বাজারগুলোতে আলু-পেঁয়াজের মতো নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিনব পদক্ষেপ নিল খাদ্য দফতর। রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে শনিবার সকালে সরকারিভাবে উদ্বোধন করা হয়েছে সুলভমূল্যের পেঁয়াজ বিক্রয় কাউন্টার।

এদিন খাদ্য দফতরের আধিকারিক সহ সদর মহকুমাশাসকের উপস্থিতিতে চালু করা হয় এই পেঁয়াজ বিক্রয় কেন্দ্র। এখান থেকে ক্রেতা সাধারণ ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন সদর মহকুমাশাসক অরূপ দেব। প্রতিদিন সকাল ৮-টা থেকে এই পেঁয়াজ বিক্রয় কাউন্টার খোলা থাকবে, যেখান থেকে সুলভমূল্যে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করতে পারবেন।

প্রাথমিকভাবে রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে এই কাউন্টার চালু করা হলেও আগামীতে বটতলা, লেক চৌমুহনি, দুর্গা চৌমুহনি বাজারেও পর্যায়ক্রমে সুলভমূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমাশাসক।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন যাবত পেঁয়াজের উর্ধ্ব মূল্যের কারণে রাজ্যের ক্রেতা সাধারণের নাভিশ্বাস হওয়ার উপক্রম। বাজারে পেঁয়াজের মূল্যের বাড়বাড়ন্তের ফলে দফায় দফায় সংবাদ শিরোনামেও ওঠে এসেছে। খবরের জেরে মহকুমা প্রশাসন ও খাদ্য দফতরের তরফে দফায় দফায় ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে।

কিন্তু একাংশ কালোবাজারি তাদের মুনাফার লক্ষ্যে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করে চলেছেন খোলাবাজারে। ওই সব কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার-কয়েক হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি একাধিক ব্যবসায়ীর দোকান পর্যন্ত সিল করে দিয়েছে। কিন্তু তার পরও পেঁয়াজের মূল্য বৃদ্ধির উপর লাগাম টানতে পারছিল না প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকারিভাবে পেঁয়াজ বিক্রির জন্য কাউন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ক্রেতা সাধারণ।

You might also like!