Country

3 weeks ago

KASHMIR SRINAGAR: চলতি মরসুমের শীতলতম রাত শ্রীনগরে, তাপমাত্রা মাইনাস ১.২

KASHMIR
KASHMIR

 

শ্রীনগর, ২২ নভেম্বর : চলতি মরসুমের শীতলতম নিশিযাপন করলো শ্রীনগর। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীতকালীন মরসুমে এখনও পর্যন্ত এটাই শীতলতম রাত।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কাজিগুন্ডে তাপমাত্রা মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস আর পহেলগাঁওতে মাইনাস ২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্ট-এ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৬ ডিগ্রি ছিল বলে জানা গেছে।


You might also like!