Tripura

1 year ago

Udaipur:উদয়পুরের হদ্রা পঞ্চায়েত এলাকায় পানীয় জলের তীব্র সংকট

Acute shortage of drinking water in Hadra Panchayat area of Udaipur
Acute shortage of drinking water in Hadra Panchayat area of Udaipur

 

উদয়পুর (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর : ১৫ থেকে ২০ বছর ধরে উদয়পুর মহকুমার অন্তর্গত হদ্রা পঞ্চায়েত এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবার তীব্র পানীয় জলের সমস্যায় জর্জরিত। বছরের পর বছর এলাকার লোকজন পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। ব্যাবহার করতে হচ্ছে নদীর জল। ফলে এলাকার লোকজনের প্রায়ই পেটের রোগে আক্রান্ত হতে হচ্ছে।

ইতিমধ্যে এলাকার লোকজন হদ্রা পঞ্চায়েত এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডে পরিস্রুত পানীয় জলের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জলসম্পদ দফতরের আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও আজ পর্যন্ত পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। এলাকার জনৈক লীলা দাশ জানান, আজ থেকে তিন বছর আগে এলাকার পানীয় জল সরবরাহের জন্য পাম্প অফিস বসানোর জন্য কাজ শুরু হলেও ঠিকাদারের টালবাহানার ফলে আজ পর্যন্ত জল পাচ্ছে না এলাকাবাসী।

সরকার থেকে জলের লাইন বসানোর জন্য কাজ করা হলেও এই পাইপ দিয়ে জল আসে না বলে জানান লীলা দাশ। এলাকাবাসীর দাবি, অতিসত্বর পরিস্রুত পানীয় জল যেন‌ সরবরাহ করে এই এলাকার ২০০ পরিবারকে জলবাহিত রোগের প্রকোপ থেকে রক্ষা করা হয়।


You might also like!