Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Travel

2 years ago

Near Mirik - 'Palmazua Village' Travel :মিরিকের কাছে - 'পালমাজুয়া গ্রাম'

Near Mirick - 'Palmazua Village'
Near Mirick - 'Palmazua Village'

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিব্বতি গুম্ফা ও কমলা লেবুর বাগান - সঙ্গে অনুপম প্রাকৃতিক সৌন্দর্য। এই গরমে যারা একটু অফবিট পাহাড় ভ্রমণ পছন্দ করবেন,তাদের জন্য অপেক্ষা করছে কিছু অফবিট লোকেশনগুলি। তারমধ্যে একটি হল দার্জিলিঙের কাছেই পালমাজুয়া। উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। সেরমকই একটি অফবিট লোকেশন পালমাজুয়া। দার্জিলিং ভিড় আর বুকিং সংকটের জেরে অনেকেই আশপাশের ছোট ছোট ফাঁকা জায়গায় যেতে পছন্দ করছেন তাঁরা। সেকারণে দার্জিলিং-কালিম্পং এবং কার্শিয়াংয়ের আশপাশের জায়গাগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে তৈরি হয়েছে হোম স্টে। গ্রামের মানুষই নিজেদের বাড়িতে অতিথি আপ্যায়ণ করছেন। হোমস্টেগুলো সত্যি খুব সুন্দর ও ওদের আপ্যায়ন মনে রাখার মতো। 

   এই অফবিট বেড়ানোর জায়গা ধীরে ধীরে বেশ পরিচিত হয়ে উঠছে। পালমাজুয়া একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মিরিকের কাছেই তার অবস্থান। মিরিক যে চা-বাগানের জন্য বিখ্যাত সেকথা সকলেই জানেন। এই পালমাজুয়াও চা-বাগানের কোলে একটি গ্রাম। সেখানে একদিকে যেমন রয়েছেন পাইন-ওকের জঙ্গল তেমনই আরেকদিকে রয়েছে কমলালেবুর বাগান। শীতের জায়গায় কমলা লেবু একটা বড় বিষয় নয়। কিন্তু আমরা যাঁরা প্যাচপ্যাতে গরমের মধ্যে দিন কাটাই তাঁদের জন্য কমলালেবুর বাগান একটু বড় বিষয়। কমলালেবুর গাছ ঘিরে আমাদের একটু আলাদাই উৎসাহ থাকে। তাই একবার পরখ করে দেখতে পারেন। একবার গেলে বসার বার যেতে ইচ্ছা করবে।

  এই গ্রামকে কেন্দ্র করে আপনি যেতে পারেন একাধিক জায়গায়। কাছেই মিরিক লেক। রয়েছে মিরিক গুম্ফা। আবার কাছাকাছিই রয়েছে টুংলিং ভিউপয়েন্ট। টিবেটিয়ান মনেস্ট্রি রয়েছে সেখানে। তার উপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। আবার কাছেই রয়েছে স্কুলদাঁড়া নামে একটি গ্রাম। যেখানে প্রচুর পাখি দেখা যায়। যাঁরা পাখি দেখতে ভালবাসেন তাঁদের জন্য আদর্শ জায়গা। আবার সিঙ্গালিলা জাতীয় উদ্যানও রয়েছে এর কাছে। এখানে থাকার জন্য অনেক হোম স্টে পেয়ে যাবেন।

  যাওয়া ও থাকা - উত্তরবঙ্গে যাওয়ার পথ সেই এনজেপি পৌঁছতে হবে। তার পরে গাড়িতে দার্জিলিং অথবা কালিম্পং। সেখান থেকে গাড়িতে নিজের ডেস্টিনেশনে। হোমস্টে গুলিতে আগে থেকে বুকিং করা থাকলে তারাও গাড়ি পাঠানোর ব্যবস্থা করে থাকে। এখান থেকে আবার ট্রেকিং রুটও রয়েছে। যাঁরা ট্রেকিং করতে ভালবাসেন তাঁদের জন্য এই জায়গা আরও উপযুক্ত। কাজেই এই প্যাচপ্যাচে গরমে হালকা শীতের পরশ পেতে বেরিয়ে পড়ুন অফবিট এই লোকেশনে।

You might also like!