Technology

2 months ago

চলে এল বহু প্রতীক্ষিত ওয়ানপ্লাস নর্ড 4 স্মার্টফোন,মিড রেঞ্জে পাওয়া যাবে প্রিমিয়াম ফিচার

OnePlus Nord 4 smartphone
OnePlus Nord 4 smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অপেক্ষার অবসান। ভারতে হাজির ওয়ানপ্লাস নর্ড 4 স্মার্টফোন। সংস্থার দাবি অনুযায়ী, মিড-রেঞ্জে এটি অন্যতম সেরা স্মার্টফোন হতে চলেছে। ফোনে পাবেন 8 জিবি/ 12 জিবি ব়্যাম এবং 128 জিবি/256 জিবি ইন্টার্নাল স্টোরেজ। ফাস্ট চার্জিংয়ের সঙ্গে মিলবে 5,500mAh ব্যাটারি ক্যাপাসিটি। একনজরে দেখে নিন ফোনের দাম ও ফিচার্স।

OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: OnePlus Nord 4 ফোনটি কোম্পানির প্রথম all-metal unibody 5G phone। এই ফোনের মজবুত বডি এবং প্রিমিয়াম লুক এটিকে অনবদ্য করে তোলে। কোম্পানি এতে AquaTouch টেকনোলজি যোগ করেছে, যার ফলে স্ক্রিনে জল পড়লেও এটি আঙ্গুলের টাচ চিনতে পারে। ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন Super Fluid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং Ultra HDR, 2150nits পীক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

ওএস: OnePlus Nord 4 ফোনটি Android 14 এবং OxygenOS 14.0 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 বছর ওএস এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে Android 18 পর্যন্ত উপভোগ করা যাবে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে একটি 2.8GHz Cortex-X4 কোর, চারটি 2.6GHz Cortex-A720 কোর এবং তিনটি 1.9GHz Cortex-A520 কোর দেওয়া হয়েছে।

স্টোরেজ: OnePlus Nord 4 ফোনটি 8GB RAM ও 12GB RAM সহ পেশ করা হয়েছে। OnePlus RAM-Vitalization টেকনোলজি যোগ করে এই ফোনে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে RAM এর ক্ষমতা দ্বিগুণ করা যায়। এই ফোনে 128GB এবং 256GB UFS 4.0 Storage রয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OnePlus 12 সিরিজের ফোনেও এই একই ক্যামেরা পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 112° FoV সহ 8MP Ultra-Wide Sony ক্যামেরা রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য OnePlus Nord 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।এই ক্যামেরা 30fps 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এতে Time-Lapse, Dual-View, Portrait, Night ও Google lens মোড পাওয়া যায়।

ব্যাটারি: দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সঙ্গে এই ফোনে Battery Health Engine টেকনোলজিও রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনটি 1600 বারের বেশি চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে।

ফাস্ট চার্জিং: OnePlus Nord 4 5G ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টেকনোলজির সাহায্যে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যে 1% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

OnePlus Nord 4 ফোনের ফিচার

OnePlus Nord 4 ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মডেলের দাম 32,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হয়েছে। আগামী 3 আগস্ট থেকে এই ফোনের সেল শুরু হবে এবং ফোনটি কেনার সময় ব্যাঙ্ক কার্ডে 3,000 টাকা ডিসকাউন্টও পাওয়া যাবে।

You might also like!