Technology

4 months ago

Redmi 13 5G আজ ভারতে লঞ্চ হল,জেনে নিন ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Redmi 13 5G
Redmi 13 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে এল শাওমির নতুন 5G স্মার্টফোন। এদিন লঞ্চ হল রেডমি 13 সিরিজ। সম্প্রতি দেশে 10 বছর অতিক্রম করেছে শাওমি। সেই উপলক্ষে নানা অফারের ঘোষণা করেছে সংস্থাটি। এদিন সেই উদযাপনের অংশ হিসাবেই লঞ্চ হল নতুন স্মার্টফোন। 12 জুলাই থেকে শুরু হবে ফোনের সেল। অনলাইন/অফলাইন দু’জায়গা থেকেই কিনতে পারবেন এই ডিভাইস।

Redmi 13 5G ফোনের দাম এবং অফার

6GB RAM + 128GB Memory – 13,999 টাকা

8GB RAM + 128GB Memory – 15,999 টাকা

Redmi 13 5G ফোনটি ভারতে 6GB RAM এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আগামী 12 জুলাই থেকে এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট ও আমাজন সহ রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। প্রথম সেলে কোম্পানি এই ফোনে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেবে, ফলে ফোনটির দুটি মডেলের এফেক্টিভ দাম যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা হয়ে যাবে।

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13 5G ফোনে ফ্ল্যাট প্যানেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে যা 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Redmi 13 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP Selfie camera রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একবার ফুল চার্জের পর এই ফোনটি প্রায় 2 সপ্তাহের বেশি স্ট্যান্ডবাই দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যায়।

Redmi 13 5G ফোনের ফিচার

এই ফোনটি 7 5G Bands সাপোর্ট করে।

এই ফোনে IR blaster দেওয়া হয়েছে।

ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে Graphite Sheets Cooling সিস্টেম যোগ করা হয়েছে।

সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5 এবং 5GHz Wi-Fi দেওয়া হয়েছে।

Redmi 13 5G ফোনে সিঙ্গেল স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।

You might also like!