Technology

3 months ago

Paytm: মাথায় হাত কর্মীদের!একধাপে বেতন কমছে Paytm-এর শীর্ষকর্তাদের

Paytm (Symbolic Picture)
Paytm (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো। আর হাতে মাত্র ৪৮ দিন বাকি। এবার পুজোর মুখেই Paytm-এর শীর্ষকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা। সংস্থার পক্ষ থেকে এমনই এক বিবৃতি সামনে এসেছে।

এর আগে সংস্থার নন এক্সিকিউটিভ ইনডিপেন্ডেন্ট ডিরেক্টরদের বার্ষিক বেতন কমানো হয়েছিল। বেতন কমানো হয় অসিত রঞ্জিৎ লিলানিরও। তাঁর বেতন ছিল ১.৬৫ কোটি টাকা। এছাড়া গোপালসুন্দরম শ্রীনিবাসরঙ্গম সুন্দররাজনের বেতন ছিল ২.০৭ কোটি টাকা। সেটা কমিয়ে বার্ষিক বেতন করে দেওয়া হয় ৪৮ লক্ষ টাকা। এর মধ্যে ২০ লক্ষ টাকা ফিক্সড কম্পোনেন্ট।

বিবৃতিতে বলা হয়েছে, পেটিএমের বোর্ড নতুন বেতনের প্রস্তাব দিয়েছে। সংস্থায় সুশাসন বা গুড গভর্ন্যান্সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে পেটিএম। সংস্থার লাভের অঙ্ক এবং লেনদেনের কথাও চিন্তা করেছেন সংস্থার কর্তারা।  আগামী ১২ সেপ্টেম্বর সংস্থার অ্যানুয়ার জেনারেল মিটিং রয়েছে। তার আগে এই প্রস্তাব দেওয়া হল। বোর্ডের সদস্যদের জন্য এই প্রস্তাব। আপাতত স্টেকহোল্ডারদের সিদ্ধান্তের ওপর পুরোটা নির্ভর করছে।

You might also like!