Technology

11 months ago

Motorola Edge 40 : Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Motorola Edge 40
Motorola Edge 40

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Motorola কোম্পানি 23 মে ভারতের মার্কেটে তাদের নতুন স্মার্টফোন Moto Edge 40 লঞ্চ করতে চলেছে। এই মোবাইলটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে অফিসিয়াল হয়ে গেছে, তাই এই ফোনের স্পেসিফিকেশনও ইতিমধ্যেই সামনে এসেছে। ভারতে লঞ্চ হওয়ার আগেই এই Motorola ফোনের দামও জানা গেছে। ফোনটির দাম লেখা রয়েছে 27,999 টাকা

Motorola Edge 40 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 40 স্মার্টফোনটি 6.55-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে যা OLED প্যানেলে নির্মিত এবং 144Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্ক্রিনটি 1200নিটস ব্রাইটনেস এবং HDR10+ এর মতো ফিচার গুলিকে সাপোর্ট করে। 

প্রসেসিং এর জন্য Motorola Edge 40 স্মার্টফোনটিতে 406nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8020 Octacore প্রসেসর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 8GB RAM মেমরি সহ 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই Moto ফোনটি 14 5G ব্যান্ড সাপোর্ট করে  এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.4 অ্যাপারচার যুক্ত 50-মেগাপিক্সেল 1/1.5-ইঞ্চি সেন্সর এবং F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল এবং একটি 13-মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে F/2.4 অ্যাপারচার যুক্ত 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Motorola Edge 40 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 4,400mAh ব্যাটারি রয়েছে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই Motorola ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি মাত্র 10 মিনিট চার্জে পুরো দিনের ব্যাকআপ দিতে পারে।

You might also like!