Technology

2 years ago

Threads :Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস

Meta's new app Threads, know download method and feature details
Meta's new app Threads, know download method and feature details

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামাজিক যোগাযোগ মাধ্যমে আরও এক নতুন বিকল্প শুরু করলেন মার্ক জুকারবার্গ। টুইটারকে টেক্কা দিতে লঞ্চ হল নতুন থ্রেডস অ্যাপ। মাত্র 2 ঘণ্টাতেই 20 লাখ সাইন-আপ হয় এই প্ল্যাটফর্মে। সময় যত গড়াচ্ছে ততই ইউজারের সংখ্যা বাড়ছে এই অ্যাপে। ইতিমধ্যে 1 কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন থ্রেডস-এ।2004 সালে ফেসবুক আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছিলেন মার্ক জুকারবার্গ। আজ যেই অ্যাপ ছাড়া কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ। এর পর একে একে ঝুলিতে যোগ হয় হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। তিন প্ল্যাটফর্মেই রয়েছে কোটি কোটি অ্যাক্টিভ ইউজার।এই থ্রেডস অ্যাপ বানিয়েছে মেটা মালিকাধীন ইনস্টাগ্রাম। সামাজিক মাধ্যমের মতোই এখানে টেক্সট আপডেট করা যাবে এবং একে অপরের সঙ্গে ইউজাররা যোগাযোগ রাখতে পারবেন।

Threads অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি

Meta Threads অ্যাপটি ডাউনলোড এবং সাইন আপ করার প্রক্রিয়াটি বেশ সহজ। ইউজাররা Google Play বা Apple App স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং তারপর লগইন করার জন্য ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে ইনস্টাগ্রামে লগ ইন করে থাকেন, তাহলে Threads শুধুমাত্র অনুমতি চাইবে, যার মানে আপনাকে পুনরায় লগইন ডিটেইলস দিতে হবে না।

Threads এর ফিচারগুলি

Meta মালিকানাধীন Instagram একটি ফটো শেয়ারিং বা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু Threads একটি টেক্সট-ভিত্তিক কনভারসেশন অ্যাপ। Threads টুইটারের অনুরূপ বা কমপক্ষে বা টুইটারের পুরানো ভার্সনের মতো বলা যেতে পারে। 

Threads এ প্রতিটি পোস্ট 500 টি অক্ষর পর্যন্ত দীর্ঘ হতে পারে, যেখানে লিঙ্ক, ফটো (প্রতি পোস্টে দশটি পর্যন্ত) এবং 5 মিনিট পর্যন্ত ভিডিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Threads এও ইউজাররা তাদের পোস্টে কারা রিপ্লাই করতে পারবে সেটা সিলেক্ট করার কন্ট্রোল পাবে।

ইউজাররা এখানে থ্রি-ডট মেনুতে ট্যাপ করে Threads এ একটি প্রোফাইল আনফলো, ব্লক বা রিপোর্ট করতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি যে অ্যাকাউন্ট ব্লক করেন তা অটোমেটিক ভাবে Threads এও ব্লক হয়ে যাবে।

এতে ইউজাররা এখন অনেক ফিচার পাবেন না অর্থাৎ ইউজাররা GIFS যোগ করতে পারবেন না এবং Close Friend এর সুবিধা পাবেন না।

Threads এ বর্তমানে DM অর্থাৎ সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা নেই। ইউজাররা স্টোরিও পোস্ট করতে পারবেন না।

Threads এর একটি ডেডিকেটেড ওয়েবসাইটও রয়েছে, যা বর্তমানে লাইভ হয়নি।

You might also like!