Technology

5 months ago

Smartphone: ফোন হারিয়ে ফেলেছেন? Google ই পারে ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখতে

Lost your phone? Google can protect personal photos, information
Lost your phone? Google can protect personal photos, information

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা মাথা রাখুন, নিজের ফোনে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে সক্রিয় করে রাখতে হবে। তাহলেই ফোন হারালেও চিন্তার কিছু নেই। এর জন্য এই ধাপগুলো মেনে চলুন:

সেটিংস খুলুন।

গুগল সিলেক্ট করুন।

সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন।

সেখানে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করতে হবে।

এর পর ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করে ফেলুন।

এটা এনাবল থাকলে আপনার ফোনকে অন্য কোনও ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে অনুসন্ধান করা যাবে।

আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে অনায়াসে ওই অ্যান্ড্রয়েড ডিভাইসটি খুঁজে পেতে পারবেন এর সাহায্যে। এখন সমস্ত স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলে। তবে মাথায় রাখতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট অন করা থাকবে। তাই যদি কেউ সেটি সুইচ অফ করে দেয়, সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে সুইচ অফ করার সময় যে লোকেশন ছিল সেটা দেখা যাবে। আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি করা হয়েছে, তাহলে ইন্টারনেট অন থাকলে দূর থেকেই ফোনটিকে নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারেন। মুছে দিতে পারেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না।

এছাড়াও কয়েকটি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দিয়ে রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এর ফলে কেউ ফোন চুরি করলেও চট করে তার অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাক আপ রাখুন। ছবি, কন্ট্যাক্ট ও সমস্ত জরুরি তথ্য গুগল ড্রাইভ বা অন্য কোনও ক্লাউড স্টোরেজ রেখে দিলে আর নো চিন্তা। ফোন চুরি করে গেলে সব তথ্য মুছে দিলেও হারাবে না কিছুই।

You might also like!