Game

1 day ago

Goalkeeper move:বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক চেলসি ছেড়ে আর্সেনালে গেলেন

World’s most expensive goalkeeper transfer,
World’s most expensive goalkeeper transfer,

 

লন্ডন, ২ জুলাই : চেলসি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালে যোগ দিলেন এই স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৩০ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আর্সেনাল। চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, চুক্তির মেয়াদ তিন বছরের আর অর্থের অঙ্কটা ৫ কোটি পাউন্ড।

চেলসির হয়ে পাঁচ মরসুমে মাঠে নেমে মোট ১৬৩ ম্যাচ খেলেছেন কেপা। ২০১৯ সালে জিতেছেন ইউরোপা লিগ, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ।

গত মরসুমে তিনি ধারে খেলেছেন বোর্নমাউথের হয়ে, তার আগের মরসুমে ধারে খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।


You might also like!