শিমলা, ৫ সেপ্টেম্বর : এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই হিমাচল প্রদেশে। পাহাড়ি এই রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় শিমলা, কাংড়া, মান্ডি, সোলান এবং সিরমৌর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রয়েছে। ৬টি জাতীয় সড়ক-সহ ১,২৯২টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একটানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন।