Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Shilpa Shirodkar: 'হঠাৎ রাতে এলেন মিঠুনদা...', প্রথম নায়ক নিয়ে কী জানালেন শিল্পা?

Shilpa Shirodkar (L), A film still with Mithun Chakraborty (R)
Shilpa Shirodkar (L), A film still with Mithun Chakraborty (R)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বহু বছর আড়ালেই ছিলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। অভিনয় কেরিয়ারে ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। পেশায় ব্যাঙ্কার স্বামীর হাত ধরে পাড়ি দিয়েছিলেন বিদেশে। চুটিয়ে সংসার করছিলেন। ২০২৪ সাল অর্থাৎ বিগ বস সিজ়ন ১৮-এর প্রতিযোগী হয়ে ফের ইন্ডাস্ট্রির বৃত্তে পা রাখেন শিল্পা। তার পর থেকেই শিল্পাকে নিয়ে নানা চর্চার শুরু। জানা গিয়েছে, 'জাটধারা' নামের একটি হিন্দি ছবির হাত অনেক বছর পর পর্দায় ফিরছেন শিল্পা।

১৯৮৯ সালে মিঠুর চক্রবর্তীর বিপরীতে 'ভ্রষ্টাচার' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শিল্পার। এর পর 'কি কামাই' (১৯৯০), 'ত্রিনেত্র'(১৯৯০), 'জীবন কি শতরঞ্জ-সহ বেশ কিছু ছবিতে পর্দায় মিঠুনের নায়িকা হয়েছেন শিল্পা। সম্প্রতি এক ইন্টারভিউয়ে প্রথম সহ-অভিনেতা মিঠুনকে নিয়ে স্মৃতির সরণিতে হাঁটলেন শিল্পা। অভিনেত্রী জানিয়েছেন মিঠুনকে তিনি ভালোবেসে দাদা বলে ডাকেন। শিল্পার কাছে জানতে চাওয়া হয়েছিল, এখনও কি মিঠুনের সঙ্গে তাঁর যোগাযোগ আছে? শিল্পা জানিয়েছেন, তিনি নিজে থেকে কখনও যোগাযোগ করেননি। তবে মিঠুনের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং সম্মান আছে।

যোগাযোগ না থাকলেও মিঠুনকে নিয়ে স্মৃতির পাতা উল্টেছেন শিল্পা। তখন বিয়ের পর শিল্পা সবেমাত্র লন্ডনে গিয়েছেন। মিঠুনও শুটিং করতে সে দেশে গিয়ে পৌঁছেছেন। শিল্পা বলেন, 'মিঠুনদা ফোনে আমায় জানায় তিনি লন্ডনে এসেছেন। তিনি আমার বাড়িতে আসতে চান। আমি তো মিঠুনদার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যাই।' রাত ১১টায় মিঠুনদা আসেন। সবাই মিলে ডিনার করলাম। মিঠুনদার সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর স্মৃতি।'

শিল্পা জানিয়েছেন, বলিউডে তাঁর কোনও চেনাপরিচিত ছিল না। অভিনেত্রী হওয়ার জন্য স্ট্রাগল করেছেন একটা সময়। বহু প্রত্যাখান, ব্যর্থতা এসেছে। শিল্পা ভেবেছিলেন, এ জীবনে বোধহয় তাঁর অভিনেত্রী হওয়া হবে না। ঠিক সেই সময় মিঠুনই নাকি পরিচালক রমেশ সিপ্পিকে শিল্পার কথা জানান। শিল্পা বলেন, 'দাদা রমেশজিকে ফোন করে আমার কথা বলেছিলেন। সেদিন যদি দাদা আমার হয়ে না বলতেন, আজ আমার কোনও অস্তিত্বও হয়তো থাকত না। আমি মিঠুনদার কাছে চিরঋণী।'

You might also like!