Technology

11 months ago

iQOO TWS Air Pro :কম দামে ভালো ইয়ারবাড খোঁজ করছেন? iQOO TWS Air Pro মাত্র ৩,৫১৩ টাকায় লঞ্চ হল

iQOO TWS Air Pro
iQOO TWS Air Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর এয়ারপডস iQOO TWS Air Pro লঞ্চ করতে চলেছে চিনা টেক জায়ান্ট iQ । ইতিমধ্যেই এই ইয়ারবাডসের (Earbuds) বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। আর তা দেখে একথা বলাই যায় যে iQ এই ডিভাইস শুধুমাত্র একটি ওয়্যারলেস ইয়ারবাডস (Wireless Earbuds) হতে চলেছে তা কিন্তু নয়। বরং বেশ চমকে দেওয়ার মতো ফিচার থাকতে চলেছে এয়ারপডস iQOO TWS Air Pro মডেলে। শোনা যাচ্ছে, সেই সঙ্গে এর ব্যাটারি লাইফ আগের তুলনায় অনেক ভাল হবে বলেই শোনা যাচ্ছে। 

iQOO TWS Air Pro -এর স্পেসিফিকেশন ও ফিচার

 iQOO TWS Air Pro ইয়ারফোন ইন-ইয়ার ডিজাইনে এসেছে, যাকে দেখতে একেবারে অ্যাপেল এয়ারপডের মত। তাছাড়া এতে রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচার। সেই সঙ্গে ব্যবহারকারী এর ইয়ারবাডের স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

 ডিভাইসটির অডিও সম্পর্কে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ফুল রেঞ্জ ডায়াফ্রাম এবং কাস্টম রেয়ার ক্যাভিটি যুক্ত ১৪.২ এমএম ডাইনামিক ড্রাইভার। তাছাড়া ইয়ারফোনটি ৩০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। শুধু তাই নয়, এতে থাকছে এআই কল নয়েজ রিডাকশনের জন্য রয়েছে ডুয়েল মাইক্রোফোন। সেই সঙ্গে সংস্থার মনস্টার সাউন্ড এফেক্ট যুক্ত ইয়ারফোনটিতে ৮৮ এমএস লো ল্যাটেন্সি মোড উপলব্ধ।

 নতুন ইয়ারফোনটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট সহ এসেছে,  রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত। তাছাড়া ইয়ারফোনটির চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথে এটি নিকটবর্তী ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারবে।

এবার আসা iQOO TWS Air Pro ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ইয়ারবাডগুলি ৬ ঘন্টা এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৩০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP54 রেটিং।


You might also like!