Technology

1 year ago

Infinix Y1 Plus Neo:Infinix Y1 Plus Neo ল্যাপটপ ভারতে লঞ্চ হল, ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম মাত্র ২০৯৯০ টাকা

Infinix Y1 Plus Neo laptop
Infinix Y1 Plus Neo laptop

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ১৯শে এপ্রিল Infinix ভারতের বাজারে তাদের লেটেস্ট ল্যাপটপ Infinix Y1 Plus Neo উন্মোচন করল। এটি মেটাল-বডি ডিজাইনের সাথে এসেছে এবং ওজনে মাত্র ১.৭৯ কেজির। ফিচার হিসাবে Infinix Y1 Plus Neo নোটবুকে, FHD রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল, ৫১২ জিবি পর্যন্ত SSD স্টোরেজ, লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস, ডুয়াল মাইক্রোফোন ও ডুয়াল LED ফ্ল্যাশ যুক্ত ফ্রন্ট ওয়েবক্যাম এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া এই বাজেট-রেঞ্জের ল্যাপটপে ব্যাকলিট কী-বোর্ড এবং অ্যান্টি-গ্লেয়ার গ্লাস টাচপ্যাডও রয়েছে। চলুন Infinix Y1 Plus Neo -এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Infinix Y1 Plus Neo ল্যাপটপের দাম

ভারতে Infinix Y1 Plus Neo ল্যাপটপকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯০ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পটিকে ২২,৯৯০ টাকায় বিক্রি করা হবে। এটি তিনটি কালার অপশনে এসেছে, যথা – সিলভার, গ্রে এবং ব্লু। লভ্যতার কথা বললে, Infinix Y1 Plus Neo আগামী ২৬শে এপ্রিল থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

Infinix Y1 Plus Neo ল্যাপটপের ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স ওয়াই১ প্লাস নিও ল্যাপটপে সরু বেজেল পরিবেষ্টিত ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লে – ৮৬% sRGB কালার গ্যামেট, ২৫০ নিট পিক ব্রাইটনেস এবং ৮২% স্ক্রীন-টু-বডি রেশিও সমর্থন করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এই নোটবুকে ১১তম প্রজন্মের ইন্টেল সেলেরন এন৫১০০ (N5100) কোয়াড-কোর প্রসেসর থাকছে। ডিভাইসটি ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত SSD স্টোরেজ অফার করে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট উইন্ডোজ ১১ প্রিলোড করা থাকছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নবাগত ইনফিনিক্স ওয়াই১ প্লাস নিও ল্যাপটপ ব্যাকলিট কী-বোর্ড এবং অ্যান্টি-গ্লেয়ার গ্লাস টাচপ্যাড সহ এসেছে, যা মাল্টি-টাচ ও জেসচার কন্ট্রোল প্রযুক্তি সাপোর্ট করে। ইউজারদের ভিডিও কলিংয়ের সুবিধার্থে, এতে ডুয়াল মাইক্রোফোন এবং ডুয়াল LED ফ্ল্যাশ ইউনিট যুক্ত ২-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসাবে Infinix Y1 Plus Neo নোটবুকে – তিনটি ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট, একটি এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫মিমি অডিও/মাইক্রোফোন কম্বো পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৪০Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং টাইম অফার করে। এক্ষেত্রে আলোচ্য ইনফিনিক্স নোটবুকে পিডি ৩.০ ৪৫ ওয়াট (PD 3.0 45W) স্যাট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। আর ইন-বক্স চার্জারটি মাত্র ৬০ মিনিটের মধ্যে Infinix Y1 Plus Neo ল্যাপটপকে ৭৫% পর্যন্ত চার্জ করতে সক্ষম বলে দাবি করেছে সংস্থা।

  



You might also like!