Technology

3 months ago

Apple iPhone Flip:প্রথম iPhone Flip ফোন নিয়ে কাজ করছে অ্যাপেল, লঞ্চ কবে হবে

Apple iPhone Flip
Apple iPhone Flip

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় সমস্ত শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি ফোল্ডেবল ফোনের মার্কেটে প্রবেশ করলেও, অ্যাপল এখনও এই সেগমেন্টে পা রাখেনি। যদিও দীর্ঘদিন ধরেই অ্যাপলের ফোল্ডেবল ফোন নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। একটি নতুন রিপোর্ট এখন প্রকাশ করেছে যে ২০২৬ সালে অবশেষে এই বহু প্রতীক্ষিত ফোনটি বাজারে আসতে পারে। এই ডিভাইসটির সর্ম্পকে কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

iPhone Flip এর ডিটেইলস (লিক)

লিক অনুযায়ী Apple তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি বুক স্টাইলের পরিবর্তে ফ্লিপ স্টাইলে স্মার্টফোন হতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2026 সালে Apple তাদের নতুন ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে।

Apple তাদের নতুন স্মার্টফোনের জন্য স্যামসাঙের থেকে ডিসপ্লে নিতে পারে। জানিয়ে রাখি এই আগেও কোম্পানি তাদের ফোনের জন্য স্যামসাঙ থেকে ডিসপ্লে নিয়েছে।

রিপোর্ট অনুযায়ী আপকামিং আইফোন ফ্লিপ ফোন আনফোল্ড করলে ফোনটির ডায়মেনশম বর্তমান অ্যাপেল আইফোলের মতোই হবে। এটি সম্ভবত ফোনের লম্বা এবং চওড়া সম্পর্কে বলা হয়েছে। তবে এর থিকনেস আলাদা হতে পারে।

সম্প্রতি লিকেড় মাধ্যমে এই তথ্য সম্পর্কে জানা গেছে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে এবং এই ঘোষণার সঙ্গে এই লিক সঠিক কি না তা সম্পর্কেও জানা যাবে।

iPhone 15 এর স্পেসিফিকেশন

Apple তাদের iPhone 15 গত বছর সেপ্টেম্বার মাসে লঞ্চ করেছিল। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নীচে জানানো হল।

ডিসপ্লে: iPhone 15 স্মার্টফোনে 1179 x 2556 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুলএচডি + এক্সডিআড় ওএলইডি প্যানেল দেওয়া হয়েছিল। এই ফোনে 19.5:9 অ্যাস্পেক্ট রেশিয়, এবং 2,000নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছিল।

প্রসেসর: iPhone 15 ফোনে Apple এর আইওএস 17 সহ পেশ করেছিল। প্রসেসিঙের জন্য এই ফোনে 16 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 15 ফোনে 27ওয়াট ওয়্যার চার্জিং এবং 18ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 3,349এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।

You might also like!