দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: iPhone অনেকের কাছে স্বপ্নের মতন। স্মার্ট ফোনের নানান ভিন্নতার মধ্যেও iPhone সেরার সেরা। কিন্তু দামের মাত্রা অধিক। ফলত অনেকেই তা কিনতে পারেনা। আর সেই কথা মাথায় রেখে আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ Apple iPhone 15 -এ দিচ্ছে ধামাকা অফার। এখন ১ লক্ষ টাকারও কমে পেয়ে যাবেন iPhone। এটি পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন চ্যানেলে। Flipkart-এ প্রচুর ছাড় বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 15।
iPhone 16 বাজারে আসার পরে iPhone 15 সিরিজের দাম কমিয়ে দিয়েছে Apple। যা আরও বেশি সাশ্রয়ী হয়ে উঠেছে। অফিসিয়াল ওয়েবসাইটে Apple অফিসিয়াল ভাবে iPhone 15 -এর দাম শুরু হচ্ছে ৬৯৯০০ টাকা থেকে। যদিও ফ্লিপকার্ট বর্তমানে আরও ভাল ডিল দিচ্ছে। ফলে সেখানে মাত্র ৫৮৪৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন গ্রাহকরা। ফলে ডিসকাউন্ট থাকছে মোট ১১৪০১ টাকার। আবার ইএমআই-এর বিকল্পও মিলছে। যার জেরে মাসিক ২০৫৭ টাকায় শুরু হচ্ছে ইএমআই বিকল্প।
iPhone 15 Pro -র দুর্ধর্ষ ডিসকাউন্ট: Vijay Sales-এ লিস্টেড রয়েছে iPhone 15 Pro। এর দাম শুরু হচ্ছে ১,০২,১৯০ টাকা থেকে। ফলে বোঝাই যাচ্ছে, এই ডিলটা দারুণ। ভারতে লঞ্চ হওয়ার সময় এই ডিভাইসের দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। ফলে কোনও শর্তাবলি ছাড়াই গ্রাহকরা ৩২৭১০ টাকা ছাড়ে এই ফোন পাচ্ছেন। এর পাশাপাশি HDFC Bank অথবা RBL Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনা হলে আরও ৪৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। যার জেরে দাম কমে হবে ৯৭৬৯০ টাকা। এর পাশাপাশি মাসিক ৪৯৫৫ টাকার ইএমআই-এ মিলবে এই ফোন।
iPhone 15 না কি iPhone 15 Pro? কোনটা কেনা ভাল?
কম দামে কেউ যদি Apple-এর ফোন কিনতে চান, তাহলে তাঁর iPhone 15 কেনাটাই ভাল। লেটেস্ট iPhone 16 -এর মতোই পারফরম্যান্স দেবে এই ফোন। আর দেখতেও অনেকটা এক। তবে আলাদা রঙের অপশন মিলবে। রয়েছে একটি দারুণ OLED ডিসপ্লেও। আর iPhone-এর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই।