দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেল্লাদার ত্বক পেতে ক্লিনজিং করার পাশাপাশি যে এক্সফোলিয়েট করাও জরুরি, সে কথা তো বলাই বাহুল্য! সেক্ষেত্রে আপনি ভরসা রাখতেই পারেন কোরিয়াল কফি এক্সফোলিয়েশন মাস্কের উপরে, এটি আপনার ত্বকের জৌলুস বাড়াবেই!
ত্বকের জৌলুস বাড়াতে এক্সফোলিয়েশন করা সত্যিই মাস্ট। কারণ এই প্রক্রিয়া আপনার ত্বকের উপরের মৃত কোষের স্তর পরিষ্কার করে দেবে, ফলে জেল্লা ফিরতে সময় লাগবে না।
কোরিয়ান স্কিনকেয়ারের প্রতি এমনিই প্রত্যেকের এক বিশেষ আগ্রহ রয়েছে। তাই তাঁদের এক্সফোলিয়েশন মাস্কও যে সবার পছন্দ হবেই, সে কথা এক প্রকার নিশ্চিত করে বলা যায়।
কফি আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। এতে উপস্থিত ক্যাফিন ত্বকের নানা সমস্যার সমাধান করে, সেই সঙ্গে ত্বকের জৌলুসও বাড়ায়।
কফির এই এক্সফোলিয়েশন মাস্কটিও দারুণ কার্যকরী, তাই আর দেরি না করে জেনে নিন ব্যবহারের নিয়ম। এটি বানাতে আপনার প্রয়োজন কফি পাউডার, নারকেল তেল এবং মধু।
একটি পাত্রে পরিমাণ মতো কফি পাউডার নিন। তাতে যোগ করুন নারকেল তেল এবং সামান্য পরিমাণে মধু। এবার এই ৩ উপকরণ ভালো করে মিশিয়ে বানিয়ে ফেলুন এক্সফোলিয়েশন মাস্ক।
প্রথমে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। তারপরে এই ফেস মাস্ক আপনার মুখে লাগান। ৫-৬ মিনিট মাসাজ করুন। তারপরে মুখ ধুয়ে ফেলুন।
শেষে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন! কাঙ্খিত উপকার পেতে সপ্তাহে ১-২ বার ব্যবহারই যথেষ্ট।