দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে ১২ই এপ্রিল। এই দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ একটি দিন। হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। যদি এই সময় আপনি হনুমানজির ছবি বাড়িতে নিয়ে পুজো করেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, হনুমান জয়ন্তী পূজার সময় আপনি যদি দেবতাকে মন দিয়ে ডাকতে পারেন, তাহলে আপনার কপাল খুলবে , আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে। ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। দূর হবে বাস্তুত্রুটিও। জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস!
∆ জীবনে সাফল্য আনতে কী করবেন?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভগবান শ্রী রামের ভক্ত হনুমানজি জীবনের সমস্ত কষ্ট দূর করতে পারেন এবং ঘরে যদি আপনি হনুমানজির ছবি বা মূর্তি রাখেন, তাহলে আপনার জীবনে কোনও কষ্টই থাকবে না। শুধু তাই নয়, সমস্ত সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন।
∆ কোথায় রাখবেন হনুমানজির ছবি?
হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। তাই এই দিনে হনুমানজির ছবি বাড়িতে এনে বাড়ির পূর্ব দিকে ছবিটি রাখুন। হনুমানজিকে কোনও আসনের উপর বসাবেন। সরাসরি মেঝেতে বসাবেন না।
∆ কেমন ছবি আনবেন?
যদি আপনি বাড়ির উত্তর দিকে হনুমানজির ছবি স্থাপন করেন, তাহলে অবশ্যই উত্তর দিকে গদা হাতে দাঁড়িয়ে রয়েছেন হনুমানজি, এমন ছবি রাখুন। এতে আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে। তেমনই বাড়িতে যদি অশুভ কোনও দৃষ্টি থাকে, তাও কিন্তু দূর হবে। শুধু তাই নয়, বাড়িতে কখনোই আপনি কোনও কিছু নিয়ে ভয়ে পাবেন না। জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে।