দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর আগ্রায় পালিত হয় তাজ মহোৎসব। এই বছর তাজ মহোৎসব শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিনেই শিল্পী জাভেদ আলি পারফর্ম করেছিলেন। চলুন জেনে নেওয়া যাক এবারের তাজ মহোৎসবের বিশেষত্ব।
থিম:
এবারের তাজ মহোৎসবের থিম 'সংস্কৃতি ও সমৃদ্ধি' অসংখ্য পর্যটক এই অনুষ্ঠান দেখতে এই সময় আগ্রায় ভিড় জমান
টিকিট মূল্য :
প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা। ৩ বছর পর্যন্ত শিশুদের প্রবেশ অবাধ, ৫০ জন স্কুল ছাত্রের টিকিট ৭০০ টাকা, সঙ্গে ২ জন শিক্ষকের প্রবেশ মূল্য ফ্রি।
আকর্ষণ :
তাজ মহোৎসবে সুস্বাদু খাবার, কাঠ এবং পাথরের তৈরি চমৎকার সব জিনিস সংগ্রহ করতে পারবেন। উপভোগ করতে পারবেন হট এয়ার বেলুন রাইড, ভজন, গজল কমেডি নাইট। বলাই বাহুল্য এই উৎসব আপনাকে মাতিয়ে রাখবে।