দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅতিমারীতে কর্পোরেট এবং অন্যান্য বহু সংস্থায় বিশ্বজুড়েই শুরু হয়েছিল ওয়র্ক ফ্রম হোমের চল। অতিমারী পেরিয়ে ছন্দে ফিরেছে গোটা দুনিয়াই। অফিস আসা বাধ্যতামূলক একে একে এমন ফরমান জারি করছে সব সংস্থাই। আর কোর্পোরেটের এই নয়া নীতির ফলে চাকরি ছাড়ার কথা ভাবছেন দক্ষ এবং মহিলা কর্মীদের একটা বড় অংশ।
গার্টনার সম্প্রতি একটি সমীক্ষা করে দেখেছে বিশ্বজুড়ে ৫০ শতাংশের কম কর্মী এই আরটিও বা রিটার্ন টু অফিস নীতিতে ইতিবাচক সাড়া দিয়েছেন। দক্ষ কর্মীদের যুক্তি, অফিসে কাজ করলে তাঁরা বাড়ির মতো স্বাধীনতা পান না। ওয়র্ক ফ্রম হোম চলাকালীনই তাঁরা নিজেদের কর্মদক্ষতা প্রমাণ করেছেন।
মহিলা কর্মীদের যুক্তি, ওয়র্ক ফ্রম হোমে তাঁরা পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে পেরেছেন, এবং আর্থিক ভাবেও লাভবান হয়েছেন।