দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের জৌলুস বাড়ানোর জন্যে প্রত্যেকেরই সঠিক উপায়ে যত্ন নেওয়া প্রয়োজন। আর সেই কারণেই তুলসির ফেসপ্যাক ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এই ফেসপ্যাক ব্যবহারে ত্বকের হাজার সমস্যা যেমন নিয়ন্ত্রণে থাকে, আবার জেল্লাও হয় দেখার মতো। এখন জেনে নিন কী ভাবে বানাবেন এই ফেসপ্যাক এবং কী উপকারই বা পাবেন।
বাড়িতে বানান তুলসীর ফেসপ্যাক
১০-১৫টি তুলসি পাতা তুলে রাখুন। তারপরে সেই পাতাগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এদিকে একটি পাত্রে দুই চামচ মধু নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর অন্য একটি পাত্রে তুলসি পাতাগুলি নিয়ে তার মধ্য়ে মিশিয়ে দিন মধু। এরপরে ব্লেন্ডারে দুই উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এতে একটি ঘন মিশ্রণ তৈরি হবে।
পরের ধাপ
ঘন মিশ্রণে কয়েক চামচ গোলাপ জল এবং এক চিমটে হলুদ মিশিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ফেসপ্যাক। এবার নিয়ম মেনে ত্বকে লাগিয়ে নিলেই মিলবে উপকার।
ব্যাবহারের পদ্ধতি
রেগুলার ফেসওয়াশ ব্যবহার করে প্রথমে মুখ ভালো ভাবে ক্লিনজিং করুন। তারপরে ঘরোয়া ফেসপ্যাকটি মুখে একটু একটু করে লাগিয়ে নিন। হাতের আঙুলের সাহায্যে পুরো মুখে ব্লেন্ড করে নিন। চোখে, ভ্রুর উপর এবং ঠোঁটে কিন্তু এই প্যাক লাগাবেন না। ফেসপ্যাক লাগানোর পরে ১০ মিনিট অপেক্ষা করুন এবং তারপরে মুখ ধুয়ে নিন। তাতেই উপকার মিলবে ষোলো আনা।