Life Style News

8 months ago

Maha Shivratri 2024: নিজ সন্তানের নাম রাখুন মহাদেবের নামে! মহাদেবের আশীর্বাদ থাকবে আজীবন

Name your child in the name of Mahadev! Mahadev's blessings will be forever
Name your child in the name of Mahadev! Mahadev's blessings will be forever

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সমাজে দেব-দেবীর নামে সন্তানের নাম রাখার চল রয়েছে। মনে করা হয় যে ঈশ্বরের নামে সন্তানের নাম রাখলে সন্তানকে ডাকাডাকি করতে গিয়ে ঠাকুরের নামও নেওয়া হয়ে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে দেব-দেবীর নামে পুত্র বা কন্যার নাম রাখলে ঈশ্বরের আশীর্বাদ সেই সন্তানের উপর সারাজীবন থাকে। আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার পালিত হবে মহাশিবরাত্রি। মহাদেবকে আরাধনা করার সবচেয়ে শুভ সময় থাকে এদিন। আপনি শিবভক্ত হলে সন্তানের জন্য মহাদেবের নাম রাখতে পারলে তার থেকে ভালো আর কী হতে পারে? আর আপনি যদি চেনা পরিচিত নামের বাইরে গিয়ে সন্তানের জন্য একটু আধুনিক নাম রাখতে চান, তাহলেও শিব পুরাণে উল্লেখিত এই নামগুলি আপনার জন্য আদর্শ হতে পারে। মহাশিবরাত্রির আগে জেনে নিন মহাদেবের কতগুলি অপ্রচলিত নাম।

পুত্র সন্তানের জন্য মহাদেবের নাম

অভিরাম

যিনি নিজের আত্মার প্রতি তুষ্ট তিনি হলেন অভিরাম। আদিযোগী মহাদেবের কোনও বস্তুর প্রতিই আকর্ষণ নেই। তিনি সব কামনা বসনার উর্ধ্বে। তাই তিনি অভিরাম।

অনিকেত

অনিকেতও হল মহাদেবের একটি নাম। অনিকেত শব্দের অর্থ সবার ঈশ্বর, মহাদেব হলেন আদিদেব, তাই তাঁর আর এক নাম অনিকেত।

মৃত্যুঞ্জয়

মহাদেবের অনেক নামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মৃত্যুঞ্জয়। তিনি নিজের মৃত্যুকে জয় করেছেন, তাই তিনি মৃত্যুঞ্জয়।

রুদ্র

মহাদেবের সুন্দর একটি নাম হল রুদ্র। এই নামের অর্থ বীর ও সাহসী। ছোট্ট এই নামটি কানে শুনতেও বেশ সুন্দর ও আধুনিক। পুত্র সন্তানের জন্য কোনও ছোট্ট নাম রাখতে চাইলে রুদ্র নাম আদর্শ হতে পারে।

পুষ্কর

পুষ্কর হল রাজস্থানের একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এটি শিব শংকরেরও একটি নাম। এই নামটি অত্যন্ত সুন্দর ও পবিত্র। যিনি সবইকে পালন করেন, তিনিই হলেন পুষ্কর।

কন্যা সন্তানের জন্য মহাদেবের নাম

মিহিস্কা

মহাদেবকে অনেকে এই নামে ডেকে থাকেন। মিহিস্কা নামের অর্থ হল শিবের অংশ। নিজের মেয়ের জন্য এই নামটি রাখতে পারেন।

দিহার

কন্যা সন্তানের নাম হিসেবে বেশ আধুনিক ও শ্রুতিমধুর দিহার নামটি। এই নামর অর্থ মহাদেবের শক্তি।

একাশা

মহাদেবের আরও একটি নাম হল একাশা। যাঁকে ধ্বংস করা যায় না, তিনিই হলেন একাশা। মেয়ের জন্য ইউনিক কোনও নাম রাখতে চাইলে এই নামটি বেছে নিতে পারেন।

ঈশিতা

শিবভক্তদের বলা হয় ইশিতা। আপনি মহাদেবের ভক্ত হলে নিজের মেয়ের নাম ইশিতা রাখলে তা বেশ মানাবে।

কিয়াংশা

কিয়াংশা নামে শিবপ্রিয়া পার্বতীকে ডাকা হয়। এছাড়া কিয়াংশা শব্দের অর্থ হল ঈশ্বরের উপহার। কন্যা সন্তানের নাম হিসেবে এটি বেশ সুন্দর।

You might also like!